Thursday, 29 January 2026, 09:47 AM

টেস্টের ১ম দিনে ৩১৭ রান ৫ উইকেট সংগ্রহ...

বিডি নীয়ালা নিউজ(৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউল্যান্ডসে চলমান ২য় টেস্টের ১ম দিন শেষে ইংল্যান্ড তাদের ১ম ইনিংসে ৫ উইকেট পরাজিত করেছে ৩১৭ রান সংগ্রহ করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বেন স্টোকস ৭৪ রান এবং জনি বেরস্টো ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মাঠে। এছাড়া কম্পটন ৪৫ রান, জো রুট ৫০ রান এবং হেলস ৬০ রান করেন। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ৩টি, মরকেল ও মরিস ১টি করে উইকেট সংগ্রহ করে।