Thursday, 29 January 2026, 09:45 AM

স্বপ্নপূরণ হল ইমরানের

বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)-অনলাইন প্রতিবেদন: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার স্বপ্ন ছিল  নতুন প্রজন্মের গায়ক ইমরানের । এবার তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে। আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ ছবিতে রুনা লায়লার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। ‘মনটা কেড়ে নিলে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ। ৪ জানুয়ারি গানটির রেকর্ডিং হয়েছে।

২০০৮ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে আসেন ইমরান। সে প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই মোহাম্মদ হোসেন জেমীর ‘ভালোবাসার লাল গোলাপ’ ছবিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে গান গাইবার সুযোগ পান ইমরান।


ইমরান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ও (ইমরান) তো ভালো গান করে। শুনলাম, অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি গানের সংগীত পরিচালনাও করেছে। আমার সঙ্গে গাওয়া গানটিও সে বেশ ভালো গেয়েছে। ওর জন্য শুভকামনা রইল।