Thursday, 29 January 2026, 01:10 PM

রংপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী সহ নিহত ৩

বিডি নীয়ালা নিউজ(১১জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃরংপুরে সড়ক  দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে । সোমবার দুপুর ২টার দিকে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।ত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, পীরগাছা হতে রংপুর গামী একটি বাস সড়কের মাহিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রন হারিয়ে চলমান মোটরসাইকেল আরোহী ও একজন সাইকেল আরোহী সহ ধান শুঁকানো চাতালের ভেতর ঢুকে পড়ে । এতে তাৎক্ষণিক ওই  মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ও সাইকেল আরোহী মোট ৩জন ঘটনাস্থলেই প্রাণহারায় ।উত্তেজিত জনগন বাসটি ভাঙচুর করে ও প্রায় এক ঘণ্টা রংপুর-পীরগাছা সড়ক অবরোধ করে রাখে । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।নিহত বাক্তিরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোলাপাড়া গ্রামের কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহবুব রহমান (৫০) তার স্ত্রী নাজমা বেগমকে (৪৫) এবং ওই চাতালের শ্রমিক সানু মিয়া (৪২) ।মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম দুর্ঘটনায় ৩ জন নিহতের কথা রংপুরের খবরকে নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে ও বর্তমানে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আছে ।