চন্দনা কর্মকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও সহিংসতার ঘটনা দিন দিন বাড়ছে। নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা ক্রমেই উদ্বেগ প্রকাশ করছেন। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অধিকাংশই বহিরাগত বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন কামরুজ্জামান হলের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন হোসেন।
এ ঘটনায় ভুক্তভোগী তুহিন বলেন, "আমার ফোন ছিনতাই হওয়ার পর আমি প্রশাসনের কাছে দাবি জানাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ আমার সাথে হয়েছে, কাল হয়তো আমার বন্ধু বা ছোট ভাইয়ের সঙ্গেও ঘটতে পারে। ক্যাম্পাসের ভেতরে যদি নিরাপত্তা নিয়ে চলতে না পারি, তবে এটি খুবই দুর্ভাগ্যজনক।"
এ বিষয়ে একই বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, "দেশের অন্যতম স্বায়ত্তশাসিত এই বিশ্ববিদ্যালয়টি নিরাপত্তার দিক থেকে ব্যর্থ। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না।"
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, "দিনের বেলায় ছিনতাইয়ের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। দিনের আলোতেই যদি এমন হয়, তাহলে রাতে আমাদের নিরাপত্তা কে দেবে? এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, "আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্তের চেষ্টা করছি। ভুক্তভোগী শিক্ষার্থী থানায় জিডি করেছেন। ক্যাম্পাসে চুরি ও ছিনতাই প্রতিরোধে আমাদের টিম কাজ করছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
শিক্ষার্থীরা দ্রুত নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। প্রশাসনের কার্যকর উদ্যোগই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে আশা করছেন তারা।