Thursday, 13 March 2025, 03:56 PM

ওবামার ডিনারে বসছেন প্রিয়াঙ্কা!

বিডি নীয়ালা নিউজ(৫ই এপ্রিল১৬)-বিনোদন ডেস্কঃ অস্কারের মঞ্চে পা রেখে আলোচিত হওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ডিনার টেবিলে বসবেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্টের বার্ষিক করেসপন্ডেটস ডিনারে সামিল হবেন হলিউড মাতানো এই অভিনেত্রী।


এদিকে, প্রিয়াঙ্কার আত্মহত্যা প্রচেষ্টা শীর্ষক খবরটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার জন্য প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে দায়ী করেছেন মা মধু চোপড়া। তার মেয়ে কখনোই আত্মহত্যা করার চেষ্টা করেননি বলে জানান তিনি।


এক ট্যুইট বার্তায় তিনি প্রকাশকে তুলোধোনা করেছেন। আর জানিয়েছেন, নিজের কাণ্ড-কারখানার জন্য আগেও প্রকাশ জেলে গেছেন আর সেই শোধ তুলতেই নাকি আত্মহত্যার মতো বাজে খবর ছড়িয়েছেন প্রিয়াঙ্কার ওই সাবেক ম্যানেজার!