Thursday, 29 January 2026, 09:49 AM

নেত্রকোনায় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিডি নীয়ালা নিউজ(২৮ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়ায় হঠাৎ বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে।


রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন ঘাগড়া চৌরাস্থা ফাজিল উলুম মাদ্রাসার ছাত্র মাসুম (১৫), রাফাত (১৫) ও মাছুম (১৪)।


জানা গেছে, ছাত্ররা প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসার বাইরে বের হলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই তিন ছাত্র নিহত হয়। আরও এক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে।


নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় তিনজনের মৃত্যু হয়েছে। আরও একজন আহত হয়েছে।