Saturday, 15 March 2025, 02:25 AM

নীলফামারীতে আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস পালন

বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি)  : ৫ জানুয়ারি উপলক্ষে সারা দেশের মতো নীলফামারীতেও দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ।এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ  শেষে চৌরঙ্গী মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।


জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধণ বাপ্পী, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, যুব মহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা প্রমুখ।