Friday, 14 March 2025, 12:47 PM

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আসাদ হোসেন রিফাত, লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নর্দমার পানিতে ডুবে মাহিম মিয়া (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী স্টোরপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বলেন, বাড়ির উঠানে খেলা করছিল শিশু মাহিন মিয়া। হঠাৎ উঠানের পাশে নর্দমার গর্তের পানিতে পড়ে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।