Thursday, 29 January 2026, 09:45 AM

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট আটজনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করো আরো নয়জন আক্রান্ত হয়েছেন।

নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৯০, অন্যজনের ৬৮। এর মধ্যে একজনের বাসা ঢাকায়। অন্যজনের ঢাকার বাইরে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা জানান, নতুন আক্রান্ত নয়জনের মধ্যে আটজনের নমুনা আইইডিসিআরে পরীক্ষা করা হয়েছে। অন্যজনের নমুনা ঢাকার বাইরে পরীক্ষা করা হয়। নতুন করে চারজন সুস্থ হয়েছেন।