Thursday, 13 March 2025, 03:35 PM

কিশোরগঞ্জে এতিম খানার শিশু শিক্ষার্থীদের মাঝে ইউএনওর কম্বল...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারী কিশোরগঞ্জে এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে  শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাহাগিলী ইউনিয়নের  কালুর ঘাট রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার ১৮জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায়  ও সামাজিক সংগঠন এ্যাডকিউ এর ব্যবস্থাপনায় (৩পর্যায় এ কম্বল  বিতরন করা  হয়। শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লোকমান আলম, কালুরঘাট মাহবুবুবিয়া দাখিল মাদরাসার সুপার  আব্দুল জলিল, এ্যাডকিউ এর সভাপতি  আব্দুল মান্নান,সদস্য  আব্দুল লতিফ প্রমানিক,অত্র এতিম খানা মাদ্রাসার মোহতামিম  হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।