Friday, 05 December 2025, 07:46 PM

ঈদ পুনর্মিলনী অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির

ঈদ পুনর্মিলনী অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির।
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকার কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যেগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সাবেক সিভিল সার্জন ও সংগঠনের সাবেক সভাপতি ডা. সৈয়দ মনোওয়ার আলী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর পরিমল কান্তি দে, উপদেষ্টা সুনামগঞ্জ পিটিআই'র সাবেক সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা, উপদেষ্টা সাবেক প্রকৌশলী আব্দুল হাই, সংগঠনের আজীবন সদস্য প্রফেসর মুহিবুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী।


সংগঠনের সহ সভাপতি ডা. মুর্শেদ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজী, আজীবন সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন, এ. কে. এম উছমান গণী, মনোয়ার আলী বেগ, আয়ূব আলী, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, প্রভাত রঞ্জন তালুকদার।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিন। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।