Friday, 14 March 2025, 12:42 PM

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলছে

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শুরু হয় এ মোনাজাত।

ইজতেমার এ পর্বের মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে যেন মুসল্লিদের ঢল।

আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। সকাল থেকে বয়ান ও জিকির-আসকারের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের কার্যক্রম।

ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে ফজরের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের কুড়িল বিশ্বরোড থেকে ইজতেমামুখী যান চলাচল বন্ধ রয়েছে। একইভাবে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চলছে না যানবাহন। চলাচল নির্বিঘ্ন করতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

SO/N