Friday, 05 December 2025, 07:57 PM

আত্মকথা


আসসালামু আলাইকুম,,প্রিয় সুহৃদ প্রিয় স্বজন, 

দৈনিক হক বার্তা,(অন্তরালের খবর!)
প্রথমত নিজ জেলা,দ্বিতীয়ত সোনার বাংলা!
আমাদের ভুবনে আপনাদের স্বাগতম!
শত ব্যস্ততার মাঝেও আমাদের কথা শুনতে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা!
এতো এতো পত্রিকা নিউজ পোর্টাল থাকার পরেও হক বার্তার আগমন কি অর্থে?
প্রথমত, হকবার্তা ঠিক সংবাদপত্র না কিন্তু সংবাদ মাধ্যম,যার মাধ্যমে প্রকাশিত করতে চেষ্টা করবো,
খবরের অভ্যন্তরের খবর,
প্রিয় স্বজন, প্রিয় সমব্যথী,মানবসভ্যতার ইতিহাসে সম্ভবত সবচেয়ে কঠিন এক মুহূর্তে আমাদের পৃথিবী! অস্থির পৃথিবী উত্তপ্ত পারস্পরিক সম্পর্কের মাত্রা, চারিদিকে উদ্বেগ উৎকন্ঠা অনিশ্চয়তা! তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমরা এমনিতেই আক্রান্ত তার সাথে গোধের উপর বিষফোড়া হয়ে যুক্ত গনঅভ্যুত্থান পরবর্তী, অনিশ্চয়তার সাথে অমানবিক নিষ্ঠুর পাশবিকতা!
এহেন পরিস্থিতিতে, আগামীর সংকট মোকাবেলা করতে,দায়িত্ব নিতে হবে আপনার আমার!
1)সকল ক্ষমতার উৎস জনতা;
;ইহা সংবিধান প্রদত্ত আইনানুগ অধিকার 
  এবংইহাই  চুড়ান্ত কথা।  
2)চারিদিকে অন্যায় অবিচার অস্থিরতা অনিশ্চয়তা 
মুষ্টিমেয় বিকৃত মস্তিষ্কের নেতৃত্বের দখলে সমাজব্যবস্থা!
3)সর্বময় ক্ষমতার অধিকারী জনতা;
নিজের অজান্তেই বন্ধক দিয়েছে তাদের মাথা!
4)স্রষ্টা প্রদত্ত শ্রেষ্ঠত্ব,
সংবিধান আইন প্রদত্ত  সর্বোচ্চ ক্ষমতা 
 দখলে থাকা সত্বেও
আমরা আমজনতা  প্রতিমুহূর্তে নিগৃহীত নিষ্পেষিত 
৫)আইনানুগ প্রক্রিয়ায় বেআইনী কারবার চলে প্রকাশ্যে দিবাদয়ে, প্রতিনিয়ত  পিষ্ট হয় পদতলে!
৬)দূর্বলের উপর সবলের অত্যাচার ;
ইহা যেন একপ্রকার আইনানুগ অধিকার বলে চলে 
৭)বলি;শোনো হে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বীরু কাপুরুষের দল;
ইহা কি শুধু অদৃষ্টের ফসল,নাকি কর্মের ফল?
৮)অসংখ্য বিবৎস বিকৃত ঘটনা থেকে যায় আড়ালে 
ধর্ষনের মুল্য পঞ্চাশ হাজার নির্ধারন করে পঞ্চায়েতের মোড়লে
ধর্ষিতা পরিবারের বুক ভাসে চোখের জ্বলে 
মেনে নিতে হবে বিচার পাবেনা বলে!
৯)ইহা খবরে আসবেনা,কিছু ভালবাসা বিনিময় করিলে!


3 Comments