Thursday, 29 January 2026, 09:49 AM

আসছে নভেম্বরে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

রাজধানীসহ সারাদেশে কমেছে বৃষ্টির প্রভাব।গত রোববার (২৫ অক্টোবর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে আগামী মাসে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এ কথা জানিয়েছেন অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন বলেন, আগামী দিন থেকেই আমরা স্বাভাবিক আবহাওয়া আশা করছি। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এ রকম দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৬৭ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা কমে এসেছে।