Thursday, 29 January 2026, 11:28 AM

আপনাকেই রিপেয়ার করে দেবো, খালি পয়সা খাইবেন, পকেটে...

আপনাকেই রিপেয়ার করে দেবো, খালি পয়সা খাইবেন, পকেটে ঢুকাবেন, কোনো কাজ করবেন না : সুনামগঞ্জে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা 


‎স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওর পরিদর্শনে এলেন অন্তবর্তীকালিন সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর দেখার হাওর পাড়ে কৃষকদের সাথে কথা বলেন তিনি। তার পূর্বে তিনি খরচার হাওরের লালপুর রাবার ড্রাম ব্রীজ পরিদর্শন করে ব্রীজের সংস্কার কাজ দু বছর যাবত হয় না, শুনে তাৎক্ষণিক এলজিআরডি প্রকৌশলী কল করে আগামী ৭ দিনের মধ্যে লালপুর খরচার হাওর রাবার ড্রাম ব্রীজের কাজ শেষ করতে নির্দেশ প্রদান করেন। অন্যথায় প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্হা নিবেন বলেন জানান তিনি।

‎স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া সহ পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের অফিসার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মী।