গতকাল ১০/০৪/২০২৫ তারিখে সুনামগঞ্জ পরিদর্শন করে কঠোর হুশিয়ারি প্রদান করে গেছেন মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। অথচ তার পরের দিন ভোর বেলা চলতি নদীর বালি ভর্তি ট্রাক আব্দুজ জহুর সেতু টোল প্লাজা অতিক্রম করে শহরে আসার সময় এই প্রতিবেদকের ভিডিও ধারন করা দেখে, সেতু প্রান্তে কর্তব্যরত পুলিশ ট্রাক থামিয়ে আবার বিশ্বম্ভরপুর-এর দিকে পাঠিয়ে দেয়।
প্রশ্ন হচ্ছে, এই বালিবাহি ট্রাকে কি বৈধ মালামাল ছিলো? থাকলে পুলিশ ট্রাক বিপরীত দিকে ঘুরিয়ে দিলো কেন? ট্রাকে অবৈধ মালামাল যদি থাকে, তবে পুলিশ ট্রাক বা মালামাল আটক করলোনা কেন?